বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০, ১১ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বঙ্গমাতার সমাধিতে মেয়র আতিকের শ্রদ্ধা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:৫৭ পিএম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সোমবার (৮ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে বনানী কবরস্থানে ডিএনসিসির সব কাউন্সিলরদের নিয়ে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সম্মিলিতভাবে মোনাজাতে অংশ নেন। পরে মেয়র আতিক ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কর্পোরেশনের পক্ষ থেকে বঙ্গমাতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন