দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামে মোজাম পার্ক আম বাগানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত সবুজ মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায় ভাংড়ি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন,সবুজ মিয়া মোজাম পার্কের আবাসিকে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলো। সকাল সাড়ে ৬ টায় কে বা কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন