আমরা সুখে আছি, বেহেশতে আছি’ অঢেল সম্পদ বা ক্ষমতার অধিকারীদের এহেন উক্তি অসহায় ও নিঃস্ব দেশবাসীর প্রতি বিবেকবর্জিত অবজ্ঞা, অবহেলা প্রদর্শন ও বিদ্রুপের শামিল। জনগণের দুর্দিনে ও সামষ্টিক অর্থনৈতিক সংকটে সরকারের মন্ত্রীদের বিবেক বর্জিত বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, দেশে সাড়ে তিন কোটির মত মানুষ দারিদ্র্য সীমার নিচে (সরকারি হিসাবে) আর চার কোটির মতো মানুষ দরিদ্র হওয়ার চরম ঝুঁকিতে থাকা অবস্থায় ‘আমরা সুখে আছি, বেহেশতে আছি’ বলা কোনোক্রমেই বিপদগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি বা সহমর্মিতা বোঝায় না। এতে দেশের প্রকৃত চিত্রও প্রতিফলিত হয় না। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গতকাল আ স ম রব এসব কথা বলেন।
রব বলেন, যেখানে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, খাদ্য ঘাটতি, সম্পদের অপর্যাপ্ততা, দুর্দশাগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থা, স্বল্প আয়ের কারণে জনজীবন বিপন্ন এবং মানবাধিকার যখন চরম সংকটে উপনীত তখন শাসকদের অবাস্তব বয়ান নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন