মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই সিএনজি চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলা সদরের পুষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলা সদরের সওদাড়পাড়া গ্রামের ওয়াছির মিয়ার ছেলে আতিক মিয়া (৫৬) ও আমজাদ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৩)। তারা দুজনেই সিএনজি চালিত অটোরিক্সা চালক। সোমবার আইনী প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের নিকট হন্তান্তর করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানান, রাত আটটার দিকে আতিক মিয়া তার সহকর্মী জুয়েলকে নিয়ে তার সিএনজি চালিত অটোরিক্সাযোগে সদরের চড়পাড়া বাইপাস এলাকায় ইউটান হয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহিবাস সিএনজিকে ধাক্কা মারে। এতে সিএনজি ধুমরে মুচড়ে গিয়ে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই আতিক এবং পরে কুমুদিনী হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে আটটার দিকে জুয়েলের মৃত্যু হয়। আতিকের ভাতিজা রফিকুল ইসলাম জানান, তারা দুজনেই সিএনজি চালক ছিলেন। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হন্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিয়মিত মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন