রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করে ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ব্যাংকর নতুন ম্যানজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
গতকাল রোববার শ্রদ্ধা জানান শেষ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে কিছুক্ষণ নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন ব্যবস্থাপনা পরিচালক।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিএমডি মা. শওকত আলী খান, খান ইকবাল হাসন ও মহাব্যবস্থাপক মো. গোলাম মরতুজা প্রমুখ।
এর আগে দিলকুশা ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক।
মন্তব্য করুন