খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম ব্যাপারী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরীর দৌলতপুর থানাধীন কারিগরপাড়া এলাকার একটি টিনের চালে কাজ করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, শামীম কারিগরপাড়া এলাকার জনৈক মো: মোশারেফের বাড়ির টিনের চালে কাজ করছিলেন। এ সময় চালে থাকা বৈদ্যুতিক তারে হাত লাগলে সমস্ত শরীর বিদ্যুৎতায়িত হয়ে যায়। কিছু সময় পর তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম ব্যাপারী একই এলাকার সাদেক ব্যাপারীর ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, নিহত যুবক পেশায় একজন মিস্ত্রি। তিনি প্রতিবেশী মোশারেফের টিনের ঘরের চাল মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। আইনী প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন