মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সিলিং খুলতে গিয়ে মাথায় পড়ে চট্টগ্রামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ওই প্রবাসীর নাম মো: হেলাল উদ্দিন (৪০)। তিনি সদর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টিলাপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
জানাগেছে, গত ৩০ ডিসেম্বর শুক্রবার ওমানের একটি নির্মানাধীন ভবনে কাঠের সিলিং খুলতে গিয়ে মাথায় পড়ে আহত হন হেলাল। সেখান থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে মারা যায় সে। হেলাল দুই কন্যা সন্তানের জনক। ৭ মাস বয়সী ২য় কণ্যাকে দেখতে দেশে আসার কথা ছিল তাঁর। তবে ভাগ্যের নির্মম পরিহাস কল্পনার ফুটফুটে ওই কন্যাকে দেখা হলোনা তার।
আগামী ১০ জানুয়ারী তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান স্বজনেরা।
এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন