কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের তাঁর মেরামত করতে গিয়ে মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত শিক্ষার্থী ঐ এলাকার ফারুক হোসেনের ছেলে।
কাশিপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, দুপুর দেড়টার দিকে মেহেদী হাসান বাড়ীতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে বিদ্যুৎ থাকাকালীন সময়ে তার মেরামত করতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেহেদী হাসান ২০২৩ সালের এস এসসি পরীক্ষার্থী। তার মৃত্যুতে পরিবার-সহপাঠিসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন