পটুয়াখালীর মহিপুরে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় চুরির সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।
মহিপুর থানা পুলিশ জানায়, মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে রোববার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত একটি লোক মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরের চামরা অধিকাংশ ঝলসানো ছিল। এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ।
লতাচাপলী চেয়ারম্যান আনছার মোল্লা জানান, মৃত লোকটির হাতের চামরা, সাথে থাকা গামছা এগারো হাজার ভোল্টেজের বিদ্যুতের তারের সাথে ঝুলে আছে। তার সাথে বিদ্যুতের কাজ করার যন্ত্রাংশ পাওয়াগেছে। বুজাযায় ট্রান্সফরমার চুরির সময় এ ঘটনা ঘটেছে।
মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অজ্ঞাত মৃতদেহটি সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন