মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর উপজেলা বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ।
দুপুর ২ টার দিকে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের মোল্লা, সাধারণ সম্পাদক এম মকিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, যুগ্ম আহবায়ক শফিক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুপ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বিশ্বাসসহ অন্যরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন