দুই মাস ধরে বেতন না পাওয়ার হতাশায় ভারতের মধ্যপ্রদেশের সাত শ্রমিক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুলিশ জানায়, এই সাত শ্রমিক কারখানার মধ্যেই বিষপান করেন। এরপর তাদের উদ্ধার করে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শ্রমিকরা অভিযোগ করেন, তারা নিয়মিত বেতন পান না। গত দুই মাস ধরে এই অবস্থা চলছে। এর মধ্যে আবার বেতন না দিয়েই কারখানার অন্য একটি শাখায় বদলি করা হয়েছে তাদের।
ঘটনা প্রসঙ্গে অনিল নিগম নামে ওই কারখানার এক কর্মী বলেন, গত কয়েক মাস ধরে আমাদের বেতন দেয়া হচ্ছে না। সে কারণেই আমাদের বন্ধুরা বিষ খেয়েছে। সূত্র : হিন্দুস্থান টাইমস
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন