শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

উবার নিয়ন্ত্রণ সক্ষমতা নিয়ে প্রশ্ন

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশ তথ্য প্রযুক্তিতে এগিয়ে গেলেও এই প্রযুক্তির আগ্রাসন মোকাবেলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। গতকাল (রোববার) সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, দেশের কোনো ক্ষেত্রই তথ্য প্রযুক্তি ছাড়া চলছে না। প্রতি বছর বৈধ-অবৈধভাবে প্রায় ৩ কোটি ৫ লাখ স্মার্টফোন আমদানি হচ্ছে। মানুষের দৈনন্দিন জীবনের প্রায় ৮৫ ভাগ কাজ সম্পন্ন হচ্ছে মুঠোফোন ও ইন্টারনেট এর মাধ্যমে। কিন্তু আমাদের দেশের সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ এই প্রযুক্তি আগ্রাসন মোকাবেলায় কতটুকু সক্ষম তা বুঝা গেল ২২ নভেম্বর ঢাকায় উবার চালুর ঘোষণার পর। ২৫ নভেম্বর বিআরটিএ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান যে, উবার অবৈধ এবং এটি চালানো আইনগত শাস্তিযোগ্য দÐনীয় অপরাধ। কারণ দেশের টেক্সি সেবার জন্য ২০১০ সালে টেক্সি ক্যাব গাইড লাইন চালু আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন