রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

ব্র্যাক ইউনিভার্সিটির মিডওয়াইফারি প্রকল্পের সহায়তায় এগিয়ে এসেছে ডিবিএইচ ফাইন্যান্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩১ পিএম

২০৩০ সালের মধ্যে নবজাতক শিশু ও প্রসূতিকালীন মাতৃমৃত্যু হার হ্রাসে বাংলাদেশের প্রদত্ত অঙ্গীকার পূরণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক দক্ষ মিডওয়াইফ অপরিহার্য। ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ (ব্র্যাক ইউ জেপিজিএসপিএইচ) কর্তৃক পরিচালিত ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের (ডিএমপি) মাধ্যমে দক্ষ মিডওয়াইফ তৈরির উদ্যোগকে সমর্থনে এগিয়ে এসেছে দেশের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি ঢাকার আদাবরে অবস্থিত প্রকল্প কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে ডিবিএইচ ফাইন্যান্সের বাবস্থাপনা পরিচালক ও সিইও জনাব নাসিমুল বাতেন, ডেভেলপমেন্ট মিডওয়াইফারি প্রকল্পের পরিচালক ড. শারমিনা রহমানের কাছে সিএসআর তহবিল থেকে ৭ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি জেপিজিএসপিএইচ এর উপদেষ্টা ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী এবং ডিবিএইচ ফাইন্যান্সের কোম্পানি সচিব জনাব জসিম উদ্দিন। সোমবার (৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন