সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

এবার ‘আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে’ সাজেদুর এর স্পন্সর বাংলাদেশ ফাইন্যান্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৬:৩১ পিএম

‘আয়রনম্যান ওয়াল্ড চ্যাম্পিয়নশিপে’ আরাফাতের পর এবার ‘আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে’ সাজেদুর রহমানকে স্পন্সর করেছে- ফাইন্যান্সিশিয়াল ইনস্টিটিউশন, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। আগামী ২৬ জুন জার্মানির ফ্রাংকফুটে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে; প্রতিযোগিতায় বাংলদেশকে প্রতিনিধিত্ব করবেন সাজেুদর। বিশ^ অ্যাথলেটের ওই প্রতিযোগীতায় সাজেদুর ইতোমধ্যে কোয়ালিফাই রাউন্ড অতিক্রম করেছেন। বেশ কয়েকটি ধাপ অতিক্রম শেষে চ্যাম্পিয়নশিপের সেই অনুষ্ঠানে সাজেদুর, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পাশাপাশি বাংলাদেশ ফাইন্যান্সকেও প্রতিনিধিত্ব করবে; ইতিহাসের অংশ হওয়ার পথে বাংলাদেশ ফাইন্যান্সকে পাশে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাজেদুর রহমান; আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এমন প্রতিযোগিতা শেষ করে আসতে পারা দারুণ উৎসাহব্যাঞ্জক ব্যাপার- যা দেশের অগণিত তরুণকে উজ্জীবিত করবে।

মঙ্গলবার (২১ জুন) ঢাকার দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সাজেদুরের হাতে স্পন্সরশিপের চেক তুলে দেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন, আরাফাত বা সাজেদুরের মতো তরুণরা যে বাংলাদেশকে লিড দিচ্ছে সেই বাংলাদেশের তরুণ প্রজন্মের আগামী দিনের অংশীদারিত্ব যেন অক্ষুণœ থাকে- সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স। এই তরুণ প্রাণগুলো যেখানে ইতিহাস হবে বাংলাদেশ ফাইন্যান্সও তার অঘোষিত অংশীদার হবে বলে যোগ করেন তিনি। আগামীর বাংলাদেশের সমৃদ্ধি আর প্রবৃদ্ধির সাথে কর্মক্ষম জনগোষ্ঠির যে সংশ্লিষ্টতা তার অংশীদারত্ব অক্ষুন্ন রেখে আগামীর বাংলাদেশ রচনা করাই বাংলাদেশ ফাইন্যান্সের উদ্দেশ্য বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন