শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সীতাকুণ্ডে বিয়েতে রাজি না হওয়ায় ছেলের হাতে বাবা খুন !

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম

সীতাকুণ্ডে এক পাষন্ড ছেলের হাতে খুন হয়েছেন হতভাগ্য বৃদ্ধ এক বাবা। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ বেলাল হোসেন (৬০)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার পূর্ব সুরলিক্কা গ্রামের মৃত আবুল বাশারের ছেলে বলে খবর পাওয়া গেছে। তবে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সীতাকুণ্ড ভাটিয়ারী হাসনাবাদ নামক এলাকায় তিনি বসবাস করে আসছিলেন । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন দুপুরে বাবা বেলাল হোসেনের সাথে বিয়ে নিয়ে বাকবিতন্ডা শুরু করে ছেলে হেলাল উদ্দিন(২০)।বাবা ছেলেকে বিয়ে করাতে রাজি না হওয়াতে এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র নিয়ে বাবাকে কোপ দেয়। এসময় পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আংকাজনক হওয়ায় তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ( চমেকে)হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরপর হাসপাতালে নিয়ে যাবার সময় পথেই মারা যান তিনি।এদিকে খবর পেয়ে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টরে তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে ইনকিলাবকে বলেন, দুপুরের দিকে হেলাল উদ্দিন বিয়ে করবে বলে তার বৃদ্ধ বাবাকে জানান।বাবা বেলাল তাতে রাজি হয়নি।এনিয়ে তাদের মধ্যে কথা তুমুল কাটাকাটি হয়।এক পর্যায়ে ছেলে উত্তেজি হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বখাটে ছেলে পালিয়ে যায় ।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত)সুমন বণিক ইনকিলাবকে বলেন,হেলালের বষয় মাত্র (১৮)।তাই তার বাবা তার পছন্দের মেয়েকে বিয়ে করাতে রাজি হয়নি।সে কারণে বাবার সাথে ছেলের অনেক কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র নিয়ে বাবাকে আঘাত করলে পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ার পথেই মারা যায় বৃদ্ধ বাবা বেলাল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন