রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে ইরানের রপ্তানি ৭ মাসে ৩৫ শতাংশ বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪২ পিএম

চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে ইরানের রপ্তানি বেড়েছে ৩৫ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় মূল্যের দিক দিয়ে এই রপ্তানি বেড়েছে। তাসনিম নিউজ এজেন্সি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান এই বছরের সাত মাসের মধ্যে ভারতে ৩৬১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। যেখানে গত বছরের একই সময়ের মধ্যে ২৬৭ মিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করে দেশটি।

ভারতে রপ্তানি হওয়া পণ্যসামগ্রীর মধ্যে ফল ছিল প্রধান ইরানি পণ্য। মোট রপ্তানির ২৬শতাংশ আয় ছিল ফল থেকে।

উল্লিখিত সময়ের মধ্যে ইরান ভারতে ৯৬ মিলিয়ন ডলারের ফল রপ্তানি করেছে। বর্তমান বছরের জানুয়ারি-জুলাই মাসে ইরানে ভারতের রপ্তানিও ৫৪ শতাংশ বেড়েছে।

সূত্র: তেহরান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন