শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

কবিতা গুচ্ছ

| প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

 

ঝুলে থাকা গন্ধম
শরিফুল ইসলাম
আমাদের কিছু নাই হতে পারে
কোনো এক আটকুড়ে গাছের মতো
ফুল হবে পাতা হবে ডাল হবে
প্রীতি হবে স্মৃতি হবে— সব হবে
শুধু ফল হবে নাকো; তুমি দূর থেকে বলে যাবে শুধু
ভেঙে দিয়ে হৃদয়ের সাঁকো—
আমাদের সব হবে... তবু কিছু নাই হতে পারে।
আমাদের অনেক কিছুই না হবার তরে;
কতো ফুল ফুটে থাকে কতো ফল অকালেই ঝরে।
আমাদের কিছু নাই হলো আর;
তবু কিছু রয়ে যাবে— থেকে যাবে
কিছু ফল ঝুলে থাক গাছেতে আবার।

 

অপরিচিত হবো
জাকারিয়া জাহাঙ্গীর
আমায় দিয়ে চেনাজানা লোকগুলোই যখন তোমার আপন হয়ে গেলো অপছন্দের লোকগুলো প্রেরণার মাধ্যম হয়ে গেলো; ‘আপনি’ থেকে যখন তারা ‘তুমি’ হতে লাগলো-
ভাবতাম, প্রেমে পড়েছো তাদের।
বলেছো-‘ধুর! তেমন কিচ্ছু নয়, ছাড়ে না তাই তুমি বলতে হয়। এ আর এমন কী!’ বিশ্বাস করেছি। কিন্তু যখন শুনেছি- সেই ‘তুমি’গুলোর সাথেও তোমার মুখ দেখাদেখি বন্ধ!
ভাবতাম, একদিন আমিও তোমার অপরিচিত হবো। মনে পড়ে-সোহরাওয়ার্দী উদ্যানে তোমার হাত ধরিনি বলে, কতটা অভিমান করেছিলে! পরের বার যখন দেখলাম-সেই তুমিই
অন্য কারো হাত ধরে টিভি-ইন্টারভিউয়ের পেছনে ঘুরছো- বুঝলাম, একদা আমি তোমার আশ্রয় ছিলাম মাত্র। যখন অনুজ ছিলে, প্রেরণা ছিলাম তোমার এখন কবি হয়েছো-আর আমার কবিতাগুলোই তোমার কাছে হয়ে গেছে অখাদ্য।
শুনেছি, আমি যাদের নাগাল পাবো না-তারাও তোমার পেছনে ঘুরে!
অবশ্য... বাংলা একাডেমি কিংবা কাগজের বড়বাবুরা যে লিপস্টিকের মায়ায় ডুবতে পারবেন না-কোন সংবিধানে আছে!

 

সন্ধ্যাশোক
নিঃশব্দ আহামদ
আমার এই সন্ধ্যা,আর ফিরেনা
অধরায় থেকে যায় ঘর
মাঝখানে ভেসে যায় ঢেউভারি সমুদ্দুর
অন্ধকারের ভেতর জেগে উঠে শোক
আকাশসভায় হাসছেনা আর নক্ষত্রের রূপ
চাঁদের পসরায় সাজেনি শান্ত তীর
বালিয়াড়ি বুক ধরে হাঁটছেনা নির্ভার যুবা
বুকে যার ডেকে উঠে হু হু সারস
আমার এই সন্ধ্যায়,দাঁড়িয়ে থাকে ব্যারিকেড যাবার নেই,যেতে পারিনা
রাস্তা ছুটে যাচ্ছে, সাথে এই দীর্ঘশ্বাস
নিস্পৃহ চোখে মুখাপেক্ষি আমি তাঁর
ঈর্ষার ডানায় উড়ে যায় পাখীদল
আকাশে আকাশে, দেশে দেশে অবাধ তার অঙ্গন এই সন্ধ্যায়, ভাবি, না পাখি এক জন্মনামে জুড়ে আছে কোন পরিচায়ক

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন