শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

গণেশমূর্তি বিসর্জন দিতে গিয়ে পানিতে ডুবে ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৪ এএম

গণেশমূর্তি বিসর্জন করতে গিয়ে শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যে পৃথক দুটি স্থানে সাত জনের মৃত্যু হয়েছে। হরিয়ানার শনিপাতে তিন জন আর মহেন্দ্রগড়ে চার জনের মৃত্যু হয়। সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

এসব মৃত্যুর ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার।

গত ৩১ আগস্ট শুরু হয়ে গতকাল শুক্রবার বিসর্জনের মাধ্যমে গণেশ চতুর্থীর দশ দিনের উৎসব শেষ হয়। এদিন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের দেবতা গণেশের মূর্তিকে নিকটস্থ জলাধারে বিসর্জন দেন।

হরিয়ানার শনিপাতের মিমরপুর ঘাটে গণেশমূর্তি বিসর্জনের সময় ছেলে ও ভাতিজাসহ এক ব্যক্তি ডুবে মারা যান।

অন্যদিকে মহেন্দ্রগড়ের কানিনা-রেওয়াড়ী সড়ক সংলগ্ন ঝাগদলী গ্রামের একটি খালে ৯ জন গণেশমূর্তি বিসর্জনে নেমে পানিতে ভেসে যান। আট জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে চার জন মারা গেছেন।

করোনা মহামারির নিষেধাজ্ঞার কারণে দুবছর এই ধর্মীয় উৎসব আয়োজন বন্ধ ছিল। এ বছর ফের তা সাড়ম্বড়ে পালিত হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন