চট্টগ্রাম ব্যুরো : জশনে জুলুসে ঈদ-এ-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্, আল্লামা শাহাজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ ও শাহাজাদা আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ আহমদ শাহ্ আজ (মঙ্গলবার) রাত ৮টায় ওমান এয়ারলাইনস্যোগে চট্টগ্রাম হযরত শাহ্ আমানত (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে শুভাগমন করবেন। তাদের সফরসঙ্গী হিসেবে সাথে আছেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। মেহমানদের সংবর্ধনা জ্ঞাপনের লক্ষ্যে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, এ্যাসিসটেন্ট জেনারেল সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি প্রফেসর কাজী শামসুর রহমান, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলামসহ আনজুমান ট্রাস্টের সদস্যবৃন্দ ও গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন