‘আসুন মিলেমিশে ভবিষ্যৎ গড়ি’ এই প্রত্যয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান আল ফাতাহ পাবলিকেশন্সের পার্টনার কনফারেন্স-১৬। এতে বক্তারা আলোকিত ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি এগিয়ে আসার গুরুত্ব আরোপ করেন। গত ৩ ডিসেম্বর শনিবার রাজধানীর পিলখানা রাইফেলস স্কয়ার সীমান্ত কনভেনশন সেন্টারে আয়োজিত কনফারেন্সে সভাপতিত্ব করেন আল ফাতাহ পাবলিকেশন্সের চেয়ারম্যান মাওলানা মুজিবুল হক ভূঁইয়া।
দেশের বিভিন্ন অঞ্চল হতে আগত পার্টনারদের উপস্থিতিতে কনফারেন্সে উদ্বোধনী বক্তব্য রাখেন আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক এবং আল ফাতাহ পাবলিকেশন্সের জিএম মো. মোহিব্বুল্লাহ আজাদ।
কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতনামা কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা’র অধ্যক্ষ প্রফেসর মাওলানা সিরাজ উদ্দিন আহমাদ, ওকায়ামা প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি মো. আলমগীর মল্লিক প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল ফাতাহ পাবলিকেশন্সের মার্কেটিং বিভাগের কনসালটেন্ট এম সাঈদ হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন বিশিষ্ট আবৃত্তিকার মো. মোস্তাগিছুর রহমান মোস্তাক। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন