শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সেলফিতে প্রেরণা, লক্ষ্য এখন ফাইনাল

| প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মোহাম্মদ নবীকে রান আউটে ফিরিয়ে দিয়ে অভিনব উৎসবে অভিভূত করলেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামী। হাতে নেই ক্যামেরা, নেই মোবাইল ফোন, তবুও নিজে হয়ে গেলেন ফটো সাংবাদিক, অদৃশ্য ক্যামেরায় টিমমেটদের করে রাখলেন ফ্রেমবন্দি ! ফরহাদ রেজার ম্যাচ উইনিং শটে কোয়ালিফাইয়ারে ওঠার আনন্দে সেলফি উৎসবের মাত্রা পেলো আরো বেশি। কারণটা আর কিছুই নয়, অভিনব এমন কিছুতে নাকি বেড়ে যায় টিম স্পিরিট,পান প্রেরণা। এমনটাই জানিয়েছেন রাজশাহী কিংস অধিনায়ক ড্যারেন স্যামীÑ‘ এ ধরনের উদযাপন ভালো খেলার প্রেরণা জোগাবে। আমরা এক সময় ম্যাচে ছিলাম না। চাপের মধ্যে থেকেও তাদেরকে আটকে রাখতে পেরেছি। যেহেতু আমাদের টিম স্পিরিট আছে তাই এটা সম্ভব হয়েছে। একটু ভেবে দেখুন, এটা কেমন অনুভ‚তি হয়, যখন আমরা সেলফি তুলি।’
ক্রিকেট মাঠে অদৃশ্য ক্যামেরায় সেলফি তোলার প্রয়োজনটাও মনে করিয়ে দিয়েছেন ড্যারেন স্যামীÑ‘আমরা সবাই ছবি তুলতে পছন্দ করি এবং নিয়মিত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করি। তাহলে কেন আমরা ক্রিকেটে ছবি তুলবো না। যখন আপনি ভালো ক্রিকেট খেলবেন তখন এ ধরনের উদযাপন ভেতর থেকেই চলে আসবে।’
এলিমিনেটরে চিটাগাং ভাইকিংসকে হারিয়ে এখন ফাইনালে চোখ স্যামীর। তার আগে আজ দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জয়ের টার্গেট স্থির করেছেন রাজশাহী কিংস অধিনায়কÑ‘টুর্নামেন্ট যখন শুরু হয়,তখন দলটির মালিক এসে বলেছেন, যদিও আমাদের দলটি নুতন, তবে সবাই যেনো আমাদেরকে একটা গ্রæপ হিসেবে ঠিক পরিবারের দেখতে পারে। আমরা টুর্নামেন্ট জিততে চাই। এখন আমরা আমাদের লক্ষ্য স্থির করেছি। প্রথম লক্ষ্য ছিল প্লে অফ, এখন ফাইনাল খেলতে চাই। চতুর্থ হয়ে যখন প্রথম পর্ব শেষ করেছি, তখন আমি মোটেও কষ্ট পাইনি। কারণ, আমরা সব সময়ই আমাদের ওপরে থাকা দলকে হারিয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন