খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু (৫০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য নেতাকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এসএম শফিকুল আলম মনা জানান, গত ২০ আগস্ট সকালে দুলু অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করলে তাৎক্ষণিক তাকে রিং পড়ানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, আজ বাদ এশা নগরীর শহিদ হাদিস পার্কে তার জানাজা অনুষ্ঠিত হবে।
খুলনায় সকল রাজনৈতিক আন্দোলনে আজিজুল হাসান দুলু দীর্ঘদিন সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। একাধিকবার কারাবরণ করেছেন। খুলনায় একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন