শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

চীনা প্রতিরক্ষমন্ত্রীর সাথে পাকিস্তানের সেনাপ্রধানের সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৬ পিএম

চীন সফররত পাকিস্তানের সেনাপ্রধান কামাল জাভেদ বাজওয়া সিনআনে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেং হ্য’র সঙ্গে সাক্ষাৎকরেছেন।

সাক্ষাতে ওয়েই বলেন, চীন ও পাকিস্তান হলো পরস্পরের সার্বক্ষণিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দু’দেশের মৈত্রী সূদীর্ঘকালের। দু’দেশ একে অপরের সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু ও ভাই।

দু’দেশের যৌথভাবে বিভিন্ন ঝুঁকি মোকাবিলার দক্ষতা বাড়াতে হবে এবং যৌথভাবে দু’দেশের অভিন্ন স্বার্থ ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করতে হবে।

বাজওয়া চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, চীন সরকার ও চীনা বাহিনীকে পাকিস্তানকে বন্যাদুর্গতের সহায়তা করায় ধন্যবাদ জানান। তিনি বলেন, পাকিস্তান দৃঢ়ভাবে ‘এক চীননীতি’ মেনে চলবে। তিনি দু’দেশের বাহিনীর যৌথ সামরিক মহড়ার মান উন্নয়নেও আশাবাদ প্রকাশ করেন। সূত্র: সিআরআই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন