সন্ত্রাসী হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার দুপুর ১২টায় এভার কেয়ার হাসপাতালে বুলুর কেবিনে চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন মোশাররফ।
গত ১৭ সেপ্টেম্বর বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বরকতউল্লাহ বুলু ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে৷
এ ঘটনায় আহত বুলুর স্ত্রী শামীমা বরকত, চৌমুহনী পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তফা, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ফারুক আহমেদকেও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন