শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২২, ৭:৫৯ পিএম

সন্ত্রাসী হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার দুপুর ১২টায় এভার কেয়ার হাসপাতালে বুলুর কেবিনে চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন মোশাররফ।

গত ১৭ সেপ্টেম্বর বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বরকতউল্লাহ বুলু ও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে৷

এ ঘটনায় আহত বুলুর স্ত্রী শামীমা বরকত, চৌমুহনী পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোস্তফা, রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ফারুক আহমেদকেও এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন