শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

পড়াশোনায় চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করলেন মিথিলা

| প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনেত্রী ও মডেল মিথিলা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ‘শিশুর প্রারম্ভিক বিকাশ’ বিষয়ে মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে সিজিপিএ-৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেছেন। ২০১৪-১৬ ¯œাতকোত্তর শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই সর্বোচ্চ এই সিজিপিএ পেয়েছেন। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ১১তম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে তার সাড়ে তিন বছরের মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে স্বর্ণপদক গ্রহণ করেন মিথিলা। এ সময় মন্ত্রী তার হাতে সার্টিফিকেট তুলে দেন। প্রতিক্রিয়ায় মিথিলা বলেন, চাকরি করেছি, সংসার করেছি, শুটিং করেছি। তবে পড়াশোনায় কোনরকম ছাড় দিইনি। সবকিছু সামাল দিয়েই আমাকে লেখাপড়াটা করতে হয়েছে। পড়ার বিষয় ছিল আমার চাকরি ও ব্যক্তিগত জীবনের খুব কাছাকাছি। তাই আগ্রহ নিয়ে পড়েছি। এ কারণেই ফল ভালো হয়েছে। আর বাবা ও মায়ের সহযোগিতা ছাড়া আমার পক্ষে ¯œাতকোত্তর শেষ করা সম্ভব ছিল না। উল্লেখ্য, মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স স¤পন্ন করেন। তিনি বর্তমানে ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার অব এডুকেশন হিসেবেও কর্মরত আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন