শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বেহাল সড়ক

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

যথাযথ পরিকল্পিত পানি নিষ্কাশনের অভাবে কুষ্টিয়া শহরের বিভিন্ন রাস্তাঘাট সামান্য একটু বৃষ্টি হলেই ডুবে যায়। এতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। বিশেষ করে, কাটাইখানা মোড় হতে জামতলা মোড় পর্যন্ত সড়কটির বেহাল দশা। পরিকল্পিত ড্রেনের অব্যবস্থাপনার কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কটি আর খুঁজে পাওয়া যায় না। হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এতে জনসাধারণের সাথে সাথে স্কুল-কলেজ শিক্ষার্থীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। যেহেতু সড়কটির দুই পাশে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সরকারি কলেজ, মহিলা কলেজ এবং পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী এ রাস্তা দিয়ে চলাচল করে, বৃষ্টি হলে অনেক সময় শিক্ষার্থীরা যথাসময় ক্লাসে উপস্থিত হতে পারছে না। এতে তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। তাই পরিকল্পিত পানি নিষ্কাশনে কার্যকর পদক্ষেপ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. মনিরুল হক
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন