শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গুড়ের বস্তায় ১৩টি স্বর্ণের বার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মিয়ানমার থেকে পাচার হয়ে আসার পথে টেকনাফ সীমান্তে গুড়ের বস্তায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে আনা স্বর্ণ চোরাচালান করা হচ্ছে এমন সংবাদ পেয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল টেকনাফ এবং বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশান টেকনাফের যৌথ দল নাফ নদী তীরবর্তী বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পরে শনিবার রাত আড়াইটার দিকে টেকনাফের বড়ইতলি এলাকায় নাফ নদী থেকে নেমে এক লোক বস্তাসহ যাচ্ছে খবর পেয়ে সেখানে যায় যৌথ দল। কাস্টমস গোয়েন্দা ও কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে নদীপাশের প্যারাবন পেরিয়ে পাহাড়ি জঙ্গলে লোকটি পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় সেখান থেকে বস্তাটি উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমদ জানান, ওই বস্তায় গুড় রয়েছে দেখা যায়। গুড়ের ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ১৬৬ গ্রাম করে। ১৩টি বারে মোট স্বর্ণের পরিমাণ ২ কেজি ১৫৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য (২২ ক্যারেট হিসেবে) প্রায় ১ কোটি ৫২ লাখ ৩৫ হাজার ৪৮০ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন