শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যশোরের সীমান্ত হতে ৩.৪৯৮ কেজি ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ২:৫৯ পিএম | আপডেট : ৩:০৫ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২০

যশোরের বেনাপোল বড় আচড়া এলাকার ভাংগার মোড় রাস্তার উপর হতে ৩.৪৯৮ কেজি ওজনের ৩০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। যার ফলশ্রুতিতে অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ ০৯০০ ঘটিকায় বেনাপোল বিওপি’তে কর্মরত নায়েক মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বড় আচড়া ভাংগার মোড় রাস্তার উপর হতে ৩.৪৯৮ কেজি ওজনের ৩০ টি স্বর্ণের বারসহ ০২ জন আসামী আটক করা হয়। আটককৃত আসামী ১। মোঃ ইকবাল হোসেন (৩৪), পিতা মৃত আব্দুর রাজ্জাক ২। মোঃ ওমর ফারুক, পিতা-মোঃ আজিজুর রহমান, উভয়ের ঠিকানা- গ্রাম-বড় আচড়া, ডাকঘর-বেনাপোল পোর্ট, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ২,১৬,৮৭,৬০০/- (দুই কোটি ষোল লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা। উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন