সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ আটক করেছে বিজিবি। রোববার (২৮ জুন) সকালে এই বিপুল পরিমান স্বর্ণ আটক হলেও কোনো চোরাকারবারীকে ধরতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার নূর আলমের নেতৃত্বে একটি টহল দল সীমান্তের মেইন পিলার ১৩/৩ এর কাছাকাছি অভিযান চালায়। এসময় স্বর্ণ পাচারকারী তার কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ফেলে যাওয়া ব্যাগ থেকে ২৪ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৫৪০ গ্রাম। স্বর্ণের মুল্য ধরা হয়েছে ২ কোটি ৬৮ লাখ ৫২ হাজার ৬৮৫ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন