ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৯ পিস স্বর্ণের বারসহ মিলন মিয়া (২৮) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী রওশনের মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মিলন মিয়া একই উপজেলার ভাদিয়ালী গ্রামের ওহাব আলীর ছেলে।
বিজিবি জানায়, কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তবর্তী রওশনের মোড়ে স্থানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারী মিলন মিয়াকে আটক করা হয়। এরপর তার জুতার তলায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ পিস স্বর্ণের বার উদ্ধার হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৪৭.৫ গ্রাম। যার বাজার মূল্য ৫৬ লাখ ৭ হাজার ৩৭৫ টাকা।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, মিলন মিয়াকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসাথে জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।
fvi‡Z cvPviKv‡j Kjv‡ivqv mxgv‡šÍ 9 wcm ¯^‡Y©i evimn ‡PvivKvievix AvUK
fvi‡Z cvPviKv‡j mvZÿxivi Kjv‡ivqv mxgv‡šÍ Awfhvb Pvwj‡q 9 wcm ¯^‡Y©i evimn wgjb wgqv (28) bv‡g GK ‡PvivKvievix‡K AvUK K‡i‡Q wewRwe m`m¨iv|
g½jevi (10 gvP©) weKv‡j Kjv‡ivqv Dc‡Rjvi KvKWv½v mxgvšÍeZx© iIk‡bi †gvo †_‡K Zv‡K AvUK Kiv nq|
AvUK wgjb wgqv GKB Dc‡Rjvi fvw`qvjx MÖv‡gi Inve Avjxi †Q‡j|
wewRwe Rvbvq, KvKWv½v mxgvšÍ w`‡q fvi‡Z ¯^‡Y©i GKwU eo Pvjvb cvPvi Kiv n‡”Q- Ggb †Mvcb msev‡`i wfwˇZ KvKWv½v weIwc KgvÛvi nvwej`vi kwn`yj Bmjvg Gi †bZ…‡Z¡ wewRwei GKwU Unj `j mxgvšÍeZx© iIk‡bi †gv‡o ¯’v‡b Awfhvb Pvjvq| G mgq †mLvb †_‡K †PvivKvievix wgjb wgqv‡K AvUK Kiv nq| Gici Zvi RyZvi Zjvq we‡kl Kvq`vq jywK‡q ivLv 9 wcm ¯^‡Y©i evi D×vi nq|
D×viK…Z ¯^‡Y©i ev‡ii IRb 1 †KwR 147.5 MÖvg| hvi evRvi g~j¨ 56 jvL 7 nvRvi 375 UvKv|
wewRwei mvZÿxiv 33 e¨vUvwjq‡bi AwabvqK †j. K‡b©j †Mvjvg gwnDÏxb L›`Kvi welqwU wbwðZ K‡i Rvbvb, wgjb wgqv‡K Kjv‡ivqv _vbvq †mvc`© Kiv n‡q‡Q| GKBmv‡_ RãK…Z ¯^‡Y©i evi mvZÿxiv †UªRvwi Awd‡m Rgv ivLv n‡q‡Q| #
Ave`yj Iqv‡R` KwP
10.3.2020
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন