শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরে চুরি হওয়া স্বর্ণ শিবালয়ে উদ্ধার

আসামি গ্রেফতার

আরিচা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

লক্ষ্মীপুরের রামগতি থানা সদরের বাজার থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল থেকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে শাকরাইল গ্রামের নিজ বাড়ি থেকে পলাশ হলদারকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চুরি করে নিয়ে আসা ৯ ভরি স্বর্ণালঙ্কারসহ ৪ ভরি রুপার গহনা উদ্ধার করে শিবালয় থানা পুলিশ। জানা যায়, লক্ষ্মীপুর জেলার রামগতি থানা সদর বাজারে কানন স্বর্ণ শিল্পালয়ে কারিগর হিসেবে কাজ করতেন পলাশ। গত ২৭ অক্টোবর দুপুরে দোকান মালিক হৃদয় সাহা (দুর্লভ) অসুস্থতার কারণে দোকানে আসতে পারেননি। এ সুযোগে কর্মচারী পলাশ তার দোকান থেকে নগত টাকা মূল্যবান স্বর্ণালংকার চুরি করে নিয়ে পালিয়ে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাকরাইল গ্রামে নিজ বাড়িতে এসে আত্মগোপনে থাকে। এ ব্যাপারে হৃদয় সাহা রামগতি থানায় একটি মামলা করলে পুলিশ পলাশ হালদারের তথ্য যাচাইয়ের জন্য শিবালয়ের থানা পুলিশের সহয়তা নেন। তথ্য সঠিক প্রমানিত হওয়ায় রামগতি থানা পুলিশের অনুরোধে শিবালয় থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে স্বর্ণালঙ্কারসহ পলাশকে আটক করে থানায় নিয়ে আসে।

শিবালয় থানা ওসি মো. ফিরোজ কবির জানান, দোকান মালিক হৃদয় সাহা ও কর্মচারী পলাশ হালদার দুইজনেই পূর্ব পরিচিত। সে সুবাদে হৃদয় সাহা তার নিজ মালিকানাধীন কানন স্বর্ণ শিল্পালয়ে পলাশ কারিগর হিসেবে কাজ দেন। সুযোগ বুঝে পলাশ হালদার ওই দোকান মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে তার নিজ এলাকা মানিকগঞ্জ জেলায় শিবালয় উপজেলার শাকরাইল গ্রাম আত্মগোপন করে। এ ব্যাপারে হৃদয় সাহা রামগতি থানায় মামলা করলে সেই মামলার সুত্র ধরে গত মঙ্গলবার দিবাগত রাতে পলাশকে আটক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন