শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:২৭ পিএম

দেশের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বুধবার নানা আয়োজনে পালন করেছেন ক্রীড়াঙ্গনের মানুষেরা। এদিন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ বিভিন্ন ক্রীড়া ফেডারেশন দিনটি পালন করে।

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুধবার আলোচনা সভার আয়োজন করেছিল যুব ও ক্রীড়া উপ কমিটি। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল সহ বিশিষ্ট ক্রীড়াবিদ সংগঠকরা এসময় উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কেক কাটা হয়। বিওএ ভবনে কেক কেটে জন্মদিন পালন করেন মহসচিব সৈয়দ শাহেদ রেজা, উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও সদস্য আসাদুজ্জামান কোহিনূর। এছাড়া মতিঝিলের বাফুফে ভবনে সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরে সাফজয়ী দুই নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এদিন মিরপুরে বিসিবি কার্যালয়ে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন কেক কাটেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন