শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সখিপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ শরীফুল ইসলাম | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:৫৪ পিএম

টাঙ্গাইলের সখিপুর উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে বিএনপি’র নিজস্ব কার্যালয়ে এ ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান সাজু’র সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ভাইস চেয়ারম্যান ,টাঙ্গাইল জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে এডভোকেট আহমেদ আযম খান আগামী তিন বছরের জন্য উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান সাজুকে উপজেলা বিএনপির সভাপতি এবং সদস্য সচিব আবদুল বাছেদ মাস্টারকে সাধারণ সম্পাদক । এ ছাড়া পৌর বিএনপির আহবায়ক নাছির উদ্দিন (কমিশনার)কে পৌর বিএনপির সভাপতি এবং সদস্য সচিব মীর আবুল হাসেম আজাদকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কাউন্সিল অধিবেশনে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন