শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পিএইচডি ডিগ্রি অর্জন করায় মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে সিলেটে আল ইসলাহর সংবর্ধনা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২২, ৭:১৬ পিএম

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ পিএইচডি ডিগ্রি অর্জন করায় আজ বৃহস্পতিবার বিকাল ২ টায় দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নুমান'র সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আজির উদ্দিন পাশার পরিচালানায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা একে এম মনোওর আলী, সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, অর্থ সম্পাদক মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতুবুল আলম, পাঠাগার সম্পাদক হাফিয মাওলানা নজীর আহমদ হেলাল, অফিস সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউর রহমান ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আলমগীর হোসেন, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাওলানা আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহাম্মদ মুহিবুর রহমান, মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, বর্তমান কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) সুলতান আহমদ ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

উপস্থিত ছিলেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, সিলেট সরকারী আলিয়া মাদরাসার অধ্যাপক মাওলানা ফজলুর রহমান, সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সিলেট মহানগর সভাপতি আলহাজ্জ মো. শাহজাহান মিয়া, জেলা সহ সভাপতি হাফিয তরিকুল ইসলাম তোফা, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শাখার সহ প্রশিক্ষণ সম্পাদক কাজী মাওলানা আব্দুস সামাদ, আল ইসলাহ জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা মোঃ মহি উদ্দিন এমরান, ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, সিলেট মহানগর ৮নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, সিলেট জেলা কাজী কল্যান সমিতির সহ সভাপতি কাজী মাওলানা মোঃ জয়নুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল খাঁন, টিবি গেইট মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা সৈয়দ কুতবুল আলম, জয়দা আরাবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মখছুসুল করিম চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহেদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেদওয়ানুল হক শিমুল , সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার , স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, কেন্দ্রীয় সদস্য আবূ সাঈদ বখত নিয়াজি, সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন, ঢাকা মহানগরীর সভাপতি ইমাদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গনি সোহাগ, সিলেট পশ্চিম জেলা সভাপতি কবির আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান, সিলেট মহানগরীর সহ সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, সাধারণ সম্পাদক কাওসার হামিদ সাজু , সিলেট পুর্ব জেলা সাধারণ সম্পাদক রাহেল আহমদ চৌধুরী, সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ইয়াহইয়া আহমদ, সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক আবু হেনা ইয়াসিন, প্রচার সম্পাদক শাহ আলম সুমন, প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন