শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফেডারেশন বুধবার ইমরানুরকে সংবর্ধনা দেবে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৩৬ পিএম

বাংলাদেশ অ্যাথলেটিক্সে ইতিহাস গড়া স্প্রিন্টার লন্ডন প্রবাসী ইমরানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হবে বুধবার। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে এদিন সন্ধ্যায় তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তথ্যটি মঙ্গলবার নিশ্চিত করেন ফেডারেশেনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি বলেন, ‘গত ১১ ফেব্রæয়ারি কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে যে ইতিহাস গড়েছে ইমরানুর রহমান, ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে তার স্বীকৃতি দেওয়া শুরু করছি আমরা।’

মন্টু জানান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফেডারেশন ইমরানুরকে অর্থ পুরস্কারও দেবে বলে জানা গেছে। প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া পর্যায়ে স্বর্ণপদক জেতা ইমরানুর রহমানকে ইতোমধ্যে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ফেডারেশনকেও একই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে এই প্রতিষ্ঠানটি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন