শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কাহানি টু : দুর্গা রানি সিং

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিদ্যা সিনহা (বিদ্যা বালান) পশ্চিম বঙ্গের চন্দন নগরের বাসিন্দা এক সাধারণ নারী। সরকারি অফিসে ছোট একটি চাকরি করে সে। তার একমাত্র কন্যা মিনিকে একটি বিশেষায়িত স্কুলে পড়াবার জন্য তাকে বেশ কষ্ট করতে হয়। কিন্তু তার জীবনের পুরোটাই এই মিনিকে ঘিরে তাই তার জন্য সব করতে সে প্রস্তুত। একদিন তার কাছে একটি ফোন আসে, তাতে তাকে জানান হয় তার মেয়েটিকে অপহরণ করা হয়েছে। উদভ্রান্তের মত সে ছুটে বেরিয়ে আসে। দৌড়ে রাস্তা পেরোবার সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে সংজ্ঞা হারায়। হাসপাতালে চিকিৎসকরা জানায় সে কোমাটোস হয়ে পড়েছে। গাড়িটি সেখান থেকে সরে পড়ে। এই কেইসটি তদন্তের ভার পড়ে সদ্য ট্রান্সফার হয়ে আসা সাব ইন্সপেক্টর ইন্দরজিতের কাছে। তদন্তের স্বার্থে সে কোমাটোস বিদ্যাকে দেখতে হাসপাতালে যায়। তার হাতে আসে বিদ্যার একটি ডায়েরি। সেখান থেকে বিদ্যা সম্পর্কে অনেক গোপন অবাক করা তথ্য পায় সে। পুলিশের রেকর্ড ঘাঁটতে গিয়ে সে এক পলাতক নারী আসামীর সঙ্গে বিদ্যার মিল পায়। সেই নারীর নাম দুর্গা রানি সিং। দুর্গা পুলিশের নজর তেকে হারিয়ে যাওয়া এক রহস্যময়ী। তার বিরুদ্ধে রয়েছে একটি খুন করার অভিযোগ। এই খুনের ঘটনা ঘটেছিল কালিম্পংয়ে। এই বিদ্যাই কি সেই দুর্গা? একজন কোমাটোস মানুষের কাছ থেকে সেই রহস্য উদঘাটন করার উপায় কী? আর অপহৃত মিনিরই বা শেষ পর্যন্ত কী হবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন