শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে মাঠে নামতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বড় সমাবেশে সরকার বাধা দেওয়ার সাহস করে না। ছোট সমাবেশে তারা বাধা দেয়। তাই । শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ৮ অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় গণসমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু আওয়ামী লীগ নেতা বলছেন বিএনপি লাঠি নিয়ে বের হয়েছে। আপনারা অস্ত্র দিয়ে গুলি করে বিএনপির কর্মীকে হত্যা করবেন। রাইফেল দিয়ে মানুষ মারবেন, বিএনপি নেতার বাড়িতে গিয়ে আক্রমণ করবেন। তাহলে নিজেদের রক্ষায় তারা কি একটা লাঠিও রাখতে পারবে না? আমীর খসরু বলেন, সংবিধান আমাদের অধিকার দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। আগামী ৮ অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশে লাঠির প্রয়োজন হবে না। লাখ লাখ মানুষ যখন নামবে, এরা পালাবে। যারা রাস্তায় আক্রমণ করে, তারা বড় সমাবেশ দেখে এমনিতে পালাবে। কয়েক বছর আগে পলোগ্রাউন্ডের সমাবেশে ২০ লাখ মানুষ জমায়েত হয়েছিল। স্কুলের ছাত্ররা জমায়েত হয়েছিল। আমাদের সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। লাঠিসোঁটা তাদেরই প্রয়োজন যাদের সঙ্গে জনগণ নেই।

তিনি আরও বলেন, সরকারবিরোধী আন্দোলনে দেশের সবখানে পুলিশ বাধা দিয়েছে। তবে যে সমাবেশে লোকজন সংখ্যায় কম ওইসব জায়গায় বেশি বাধা দিয়েছে। ঢাকা শহরের বড় বড় সমাবেশে পুলিশ বাধা দিতে পারেনি। সুতরাং বিশাল সমাবেশ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দিন বলেন, আমাদের তর্জন গর্জনের দরকার হবে না। আমাদের গর্জন হবে কাজের মধ্যে দিয়ে। বেশি কথা বলে আন্দোলন এগিয়ে নেওয়া যাবে না। আন্দোলন হবে পরিকল্পিত। এ আন্দোলনেই সরকারের পতন হবে। সভাপতির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী ৮ অক্টোবর চট্টগ্রামের বিভাগীয় সমাবেশ হবে সবচেয়ে বড় গণসমাবেশ। এ সমাবেশ থেকেই শেখ হাসিনার পতন ঘণ্টা বেজে উঠবে। চট্টগ্রামের নেতারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এখান থেকেই সরকারের পতন হবে।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবর রহমান শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, জয়নাল আবেদীন ভিপি, আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, ড. সুকোমল বড়ুয়া, এস এম ফজলুল হক, ড. মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন