কর্পোরেট রিপোর্টার : ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’-এ ¯েøাগানে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামীকাল ১০ ডিসেম্বর ‘জাতীয় ভ্যাট দিবস’ ও ০৯-১৫ ডিসেম্বর-২০১৬, ‘ভ্যাট সপ্তাহ’ উদ্যাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর, বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলানগরের নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে ভ্যাটের গুরুত্ব’ শীর্ষক সেমিনার এবং সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান; অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন