শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না : অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ১১:৫৪ এএম

চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে একাই পথ চলছেন ঢালিউড কুইন’খ্যাত নায়িকা অপু বিশ্বাস। এবার শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে কলকাতায় গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতেন তিনি।

পরে সিথিতে সিঁদুর পরা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন অপু। এরপর থেকে তাকে ঘিরে শুরু হয় নতুন জল্পনা।

প্রশ্ন ওঠে, সনাতন ধর্মাবলম্বী নারীরা সাধারণত বিয়ের পর স্বামীর মঙ্গল কামনায় সিঁথিতে সিঁদুর পরেন। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু একাই আছেন। তাহলে তার সিথিতে সিঁদুর পরালো কে? তবে কি অপু বিশ্বাস নতুন বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন?

এমন জল্পনা শুরু হলে বিষয়টি স্পষ্ট করতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা। গতকাল রোববার রাতে দেওয়া ওই স্ট্যাটাসে অপু লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md.Mainul Islam ১০ অক্টোবর, ২০২২, ১০:৫৭ পিএম says : 0
Best of luck ❤️????
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন