মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ট্যুরিস্ট পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ৮:০৬ পিএম

 

 

ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান। মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।

 

ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে পৌছালে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি ইলিয়াছ শরীফসহ ট্যুরিস্ট পুলিশ ঢাকার পুলিশের উর্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টর্স কনফারেন্স রুমে বিভিন্ন পদমর্যদার কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও দিকনির্দেশনা প্রদান করেন।


এর আগে সোমবার হাবিবুর রহমানকে নতুন দায়িত্ব দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, ঢাকা রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. হাবিবুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

 

হাবিবুর রহমান ১৭ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন। কর্মক্ষেত্রে সততা, সাহসিকতা, দক্ষতা আর সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্বগুণের কারণে এরই মধ্যে সুখ্যাতি পেয়েছেন তিনি। তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন। ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পুলিশের এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন