শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মানুষ পায়ে হেঁটে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে আসছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:১৪ পিএম

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আজ বিএনপির বিভাগীয় সমাবেশ। ইতোমধ্যে দলের নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হচ্ছেন।বিএনপি ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অতীতের সকল ইতিহাস ভেঙ্গে আরো একটি নতুন ইতিহাস গড়ার জন্য প্রস্তত।রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে গণ সমাবেশ সফল করতে প্রস্তুত বীর চট্টলাবাসী।নেতা কর্মীরা মনে করেন গাড়ি আটকিয়ে কি জনতার স্রোত আটকানো যাবে.. মানুষ হেঁঠে রওনা হবে আজকের সমাবেশ ইতিহাসের সাক্ষী হতে।

বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে সমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয় সেই বিষয়ে সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম প্যারেড মাঠে পুলিশের অনুমতি নিয়ে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি হবে শান্তিপূর্ণ কর্মসূচি। আশা করছি, সরকার সমাবেশে বাধা দেওয়ার মতো কোনো ভুল করবে না। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তার জন্য যা যা দরকার, সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ অহেতুক কাউকে হয়রানি করবে না। তবে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন