বিশেষ সংবাদদাতা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যে ছেলেটি ২৪২ রানের পাশে ১২ উইকেটে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারে হয়েছেন ভূষিত, মিডল অর্ডারে ব্যাটিংয়ে জিতিয়েছেন দলকে, সেই মেহেদী হাসান মিরাজকে এখন ব্যাটিংয়ে যাচ্ছে না সেভাবে চেনা। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেটে ইতিহাস রচনা করেছেন এই বিস্ময় অফ স্পিনার। কিন্তু ৪ ইনিংসে ব্যটিংয়ে তার রানের সমস্টি মাত্র ৫! বিপিএল টি-২০’র সর্বশেষ আসরে রাজশাহী কিংসের মধ্যমণি মিরাজ বোলিংয়ে মেহেদী রঙে রাঙালেও (১২ উইকেট) ব্যাটিংয়ে করেছেন হতাশ। একটি ম্যাচে ৪১ রানের হার না মানা ৪১ রানের ইনিংস উপহার দিলেও অবশিষ্ট ম্যাচগুলোতে রানের সমস্টি মাত্র ৩৮!
ক্রিকেটের সর্বোচ্চ লেভেলে ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরতে না পারায় তৃপ্তির ঢেঁকুর তুলতে পারছেন না মিরাজ। নিউজিল্যান্ড যাত্রার আগে এ কষ্টের কথাই শুনিয়েছেন মিরাজÑ ‘যখন ব্যাটিংয়ে রান করতে না পারি, তখন নিজের কাছেই খারাপ লাগে। যখন রান করি তখন নিজের কাছে খুব আত্মবিশ্বাসী মনে হয়। সবাই আমার বোলিং দেখেছে। কিন্তু ব্যাটিংটা সেভাবে দেখতে পারছে না। ব্যাটিংয়ে চেষ্টা করবো সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব।’
নিউজিল্যান্ড সফর স্পিনারদের জন্য কঠিন বলে মনে করছেন মিরাজও। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে দ্রæত খাপ খাইয়ে নিয়ে কিভাবে সাফল্য পাওয়া যাবে, তার রেসিপিটা জেনে গেছেন রাজশাহী কিংসে কিউই টিমমেট ফ্রাঙ্কলিনের কাছেÑ ‘ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে অনেক তথ্য নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কিভাবে করলে নিজে ভালো কিছু করতে পারবো, তা বলেছেও। ফ্র্যাঙ্কলিন আমাকে সব রকম সহযোগিতা করেছে। টিপস দিয়েছে। তারপরও আমাদের টিমে কোচ আছেন। সিনিয়র ক্রিকেটাররা আছেন। অস্ট্রেলিয়া যেয়ে তাদের সাথেও এসব নিয়ে আলোচনা করবো। আমা করি নিজেকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য তৈরি করতে পারবো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন