গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আবারো প্রমানিত হল যে এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলে পরে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
তিনি আরো বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ট নির্বাচন করতে না পারার কারনেই নিজেরাই নির্বাচনকে বন্ধ করেছেন। আমার শুরু থেকেই বলে এসেছি এই সরকারের অধীনে কখনো সুষ্ট নির্বাচন হবেনা। গাইবান্ধার উপ-নির্বাচনের ভোট তা আবারো প্রমান করেছে, সেই সাথে এটাও প্রমান করে নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, আমাদের চট্টগ্রামের যে সমাবেশ হয়েছে তাতে লাখো মানুষের সমাগম তাতে বুঝা যায় বিএনপি কখনো থেমে থাকার দল নয়। এই আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করা হবে।
মির্জা ফখরুল আরো বলেন, আগামীতে যদি দূর্ভিক্ষ হয় তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দূভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ না করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করুন। দেশের মানুষের জন্য কিছু করতে না পাড়লে আপনার প্রধানমন্ত্রী থাকার কোন প্রয়োজন নেই।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন