বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পাকিস্তানকে নিয়ে সুর বদল যুক্তরাষ্ট্রের সউদীর প্রতি আবারো পাকিস্তানের সমর্থন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

তেলের সরবরাহ নিয়ে ওপেক প্লাসের সিদ্ধান্তের বিরুদ্ধের যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করার প্রেক্ষাপটে সউদী আরবের প্রতি সমর্থন ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, বাজারের উত্থান-পতন এড়ানো এবং বৈশ্বিক অর্থনীতি স্থিতিশীল নিশ্চিত করার জন্য সউদী আরবের উদ্বেগের বিষয়টি আমরা মূল্যায়ন করছি। পাকিস্তানের পররাষ্ট্র দফতর আরো জানায়, আলোচনা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এ ধরনের বিষয়গুলো গঠনমূলকভাবে সমাধানকে উৎসাহিত করে পাকিস্তান। পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, সউদী আরবের সাথে আমাদের দীর্ঘস্থায়ী, টেকসই এবং ভ্রাতৃপ্রতীম সম্পর্কের বিষয়টি আমরা আবারো জোরালভাবে উল্লেখ করছি। এর এক দিন আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে তেলের উৎপাদন হ্রাস করার মাধ্যমে রাশিয়ার প্রতি সমর্থন দিচ্ছে সউদী আরব। জিও নিউজ এ খবর জানায়। অপরদিকে, পাকিস্তানকে ‘সবচেয়ে বিপজ্জনক দেশ’ বলে প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্য থেকে দৃশ্যত ‘সরে এসেছে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটি এখন বলছে, নিজেদের পারমাণবিক সম্পদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার বিষয়ে পাকিস্তানের সামর্থ্যরে প্রতি যুক্তরাষ্ট্রের আস্থা আছে। খবর ডনের। সোমবার বিকালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, পারমাণবিক সম্পদের সুরক্ষায় পাকিস্তানের অঙ্গীকার ও সামর্থ্যরে বিষয়ে যুক্তরাষ্ট্র আস্থাশীল। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক শোলেটের সঙ্গে বৈঠক করেন ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেনের জ্যেষ্ঠ উপদেষ্টা শোলেটই প্রথম বৈঠকের বিষয়টি জানান। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জো বাইডেন বলেছিলেন, ‘আমার মনে হয়, পাকিস্তান হয়তো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি। কারণ, দেশটির হাতে থাকা পারমাণবিক অস্ত্রের কোনো সমন্বয় নেই।’ মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করে দেশটি। বাইডেনের মন্তব্যের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘এখানে বলার মতো সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমার কাছে নেই। জিও নিউজ, ডন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammad Jahidul Islam Ali ২০ অক্টোবর, ২০২২, ৮:১৪ এএম says : 0
সৌদির সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত।সময়োপযোগী সিদ্ধান্ত।
Total Reply(0)
Wriimon Mir ২০ অক্টোবর, ২০২২, ৮:১৫ এএম says : 0
পাকিস্তান কে ভয় করে অনেকে। আমেরিকা নিজেও ভয় করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন