বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম খুব একটা বেশি বাড়েনি। কিন্তু তারপরও সাধারণ মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে এটি আমাদের সহ্য করতে হবে।
তিনি আজ শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ভোজ্যতেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশে ভোজ্যতেলের দাম কমানো হলেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে বেশি দামে বিক্রি করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দা মোকাবিলায় আমাদের সকলকে কাজ করতে হবে।
বৈশ্বিক মন্দা মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে। দেশে এক ইঞ্চিও জমি যেন খালি পড়ে না থাকে সে লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে বৈশ্বিক মন্দা মোকাবিলা করতে হবে। এছাড়া যে সমস্ত খাতে সরকারি খরচ কমানো যায়, কাট-ছাট করা যায় কিংবা পিছিয়ে দেওয়া দরকার, সেটিও সরকার করছে। বৈশ্বিক মন্দার কারণে আমাদের সমস্যা হতেই পারে। এই বিপদটি সবাই মিলে মোকাবিলা করতে হবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ট্যারিফ কমিশন বিশ্ববাজারে তেলের দাম, দেশে ডলারের মূল্য বিবেচনায় এনে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দিয়েছে। বাজার মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কাজ করছে। ## হালিম আনছারী, রংপুর। ২১-১০-২২
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন