শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ছাত্রলীগ করতে হলে দলের আদর্শকে বুকে ধারণ করতে হবে-বাণিজ্যমন্ত্রী

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ৫:৫১ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ছাত্রলীগ করতে হলে দলের আদর্শ বুকে ধারণ করতে হবে। স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতা হওয়া যায় না। ছাত্রলীগ আর পাঁচটা দলের মতো না।
তিনি আজ শনিবার দুপুরে পীরগাছা উপজেলা অডিটোরিয়ামে পীরগাছা উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ছাত্রলীগের সাথে দেশের ইতিহাস ঐতিহ্য জড়িত। ছাত্রলীগের নেতা হতে শুধু সমর্থন বাড়িয়ে লাভ নাই। দলের প্রতিটি আদর্শ মেনেই নেতৃত্বে আসতে হবে। ছাত্রলীগ করে সন্ত্রাসী চাঁদাবাজি করা যাবে না।
তিনি আরো বলেন, এই ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ। এর আদর্শ থেকে বিচ্যুতি হওয়া যাবে না। দলে যেনো কোন জামায়াত বিএনপি অনুপ্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কর্মী মাঠে নামাতে তিনশত টাকা করে জন প্রতি দিতে হয়। আমরা এরকম আওয়ামীলীগ চাই না। এটা কখনো হতে পারে না।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু কালকা বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন