রাজনীতির মাঠে বিএনপি ও আওয়ামী লীগের বিরোধিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকায় কর্মরত রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচন করলেও ওরা এক টেবিলে বসেছিলেন। এই ‘ওরা’ হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। তারা একে অপরকে বন্ধু বলেও সম্বোধন করেন। গত বৃহস্পতিবার রাতে একটি টিভি চ্যানেল আয়োজিত অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়।
জানা যায়, বেসরকারি টিভি চ্যানেল আই›তে ২০০৩ সালের ৭ জুলাই শুরু হয় টকশো তৃতীয় মাত্রা। জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় প্রচারিত ওই টকশো’র ৭ হাজার পর্বের মাইলফলক অতিক্রম করে রেকর্ড গড়েছে। এ উপলক্ষ্যে রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তৃপক্ষ।
ওই অনুষ্ঠানেই দেখা যায় এক চমকপ্রদ আর বিরল ঘটনা। রাজনীতির মাঠে সম্পর্ক ‘চিরবৈরী’ হলেও এক টেবিলে দেখা গেলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে। একই টেবিলে বসেছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা- ফেইভ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।
ওই অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত, বিকল্পধারার নেতা শমসের মবিন চৌধুরীও ছিলেন। এছাড়াও অনেক দলের অনেক রাজনীতিবিদ যেমন উপস্থিত ছিলেন তেমনি অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকেও দেখা যায়। তাছাড়া, তৃতীয় মাত্রার বিভিন্ন পর্বে অংশ নেওয়া আলোচক অতিথি ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগীদের এদেশে নিযুক্ত প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা অনুষ্ঠানে হাজির হন।
নিজ বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। অতিথিরা নিজেদের বক্তব্যে তৃতীয় মাত্রা›র কাছে ‘নিরপেক্ষ অবস্থান’ বজায় রাখার প্রত্যাশা করেন। অন্যদিকে চ্যানেল আই কর্তৃপক্ষ সততা, নিষ্ঠা আর অরাজনৈতিক অবস্থানে থেকে তৃতীয় মাত্রা চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘তৃতীয় মাত্রা কাঠগড়া’ নামের একটি নতুন অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন