বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ আসা হাজার হাজার নেতাকর্মীর শুক্রবার রাত কেটেছে গল্প-আড্ডা, গান আর স্লোগানে। অনেকে ফেসবুকে লাইভ দিচ্ছেন, সেলফি তুলছেন। সমাবেশস্থলে আসতে না পারা সহকর্মীদের পরিস্থিতি জানিয়েছেন। সবমিলিয়ে শুক্রবার রাতের সমাবেশস্থল ছিল উৎসবমুখর।
চুয়াডাঙ্গা থেকে আসা বিএনপি কর্মী সাইফুল বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা আর গল্প করে সময় কাটিয়েছি। এখানে আসা অনেকেই গান করছেন। আবার কেউ কেউ শুয়ে থেকেছেন।
কুষ্টিয়ার বিএনপি কর্মী অনুপ মণ্ডল বলেন, হোটেলে সিট পাইনি। তাই সমাবেশস্থলেই রাত কাটিয়েছি।
বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে গঠিত মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক এহতেশামুল হক শাওন বলেন, শত বাধা উপেক্ষা করে সমাবেশস্থলে এসে নেতা-কর্মীরা উজ্জীবিত। বহু বাধা কাটিয়ে এখানে আসতে পেরে তারা আনন্দিত। অনেক কষ্ট করে তারা এসেছেন।
শনিবার (২২ অক্টোবর) সমাবেশ, সেই সমাবেশ সফলে আগেভাগেই সমাবেশস্থল পূর্ণ করেছেন। রাতে শুয়ে-বসে, আড্ডা-গল্পে, বক্তব্য শুনে তাদের সময় কেটেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন