দেশের গণতন্ত্র,অর্থনীতি,মানুষের স্বাধীনতা আজ বিপর্ন হয়ে গেছে।মানুষের অধিকার আমরা হারিয়েছি ফেলেছি।এই যে লড়াই সংগ্রাম শুরু করেছি এই জন্য আজকে মিলিত হয়েছি।এই অবৈধ সরকারকে বিদায় জানাব।
২৯ অক্টোবর জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে পঞ্চগড়ে জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব মো.হারুনুর রশিদ এমপি এ মন্তব্য করেন।
শনিবার(২২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় জেলা শহরের নতুনবস্তি এলাকার কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন আজাদ এর সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুল হাবীব দুলু,বিশেষ অতিথি হিসেবে জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সকল স্তরের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন