শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আজ যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৯:৪৫ এএম | আপডেট : ৯:৪৬ এএম, ২৭ অক্টোবর, ২০২২

বিএনপির যুব সংগঠন যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন যুবদল নেতারা।

বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু।

গতকাল বুধবার রাতে গণ মাধ্যমকে টুকু বলেন, ‘আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে আমরা কয়েক দফা প্রস্তুতি সভা করেছি। গণতন্ত্রহীন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দৃপ্ত শপথ নেব আমরা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন